Nirzhar Noishabdya is a Bangladeshi Poetry-writer, fiction-writer, artist and designer. He is also a blogger and activist. Born on 24 August 1981. Studied in painting from University of Chittagong, Bangladesh. He has already published eleven books.
প্রকাশিত বই : 'পাখি ও পাপ' (২০১১, কবিতা), 'শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় (২০১১, মুক্তগদ্য), ডুবোজ্বর (২০১২, গল্প), কাপালিকের চোখের রং' (২০১৩, কবিতা), 'পুরুষপাখি' (২০১৪, মুক্তগদ্য), 'আরজ আলী : আলো-আঁধারির পরিব্রাজক' (২০১৫, প্রবন্ধ), 'মহিষের হাসি' (২০১৫, কবিতা), 'রাজহাঁস যেভাবে মাছ হয়' (২০১৬, গল্প), 'আকাশ ফুরিয়ে যায়' (২০১৭, মুক্তগদ্য), 'হুহুপাখি আমার প্রাণরাক্ষস' (২০১৭, কবিতা)। সম্পাদিত বই : 'ওঙ্কারসমগ্র : বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের শ্রুতিলিপি' (২০১৭)।
সম্পাদিত ছোটোকাগজ :' মুক্তগদ্য' ।
এ ছাড়া পূর্বে আরো সম্পাদনা করেছেন জলপত্র, চারপৃষ্ঠা মেঘইত্যাদি।
আর সম্পাদনা করেন 'কথাবলি' [kothaboli.com] নামে সাক্ষাৎকারভিত্তিক একটি পোর্টাল।
No comments:
Post a Comment